–তুমি চলে গেছ অজানা ভূবনে
দিবারাতি আজো ভাবি তোমার মায়ার স্মৃতি
তুমি ছিলে অতি আপন
ছিলে মোর রক্তের বাঁধন
তুমি ছাড়া এ দুনিয়ায় আপন কেহ নেই
তুমি বিনে সারা জীবন শূন্য মনে হয়
মা তুমি চলে গেছ অদৃশ্য ভূবনে
তোমায় ভাবি সারা জীবন
মনের আবেগ দিয়ে
তুমি আমায় জন্ম দিয়ে করেছিলে ধন্য
এ জীবনে তোমার স্নেহ থাকবে জনম ভরে
তুমি ছাড়া এ জীবনে সবই অন্ধকার
তোমার কথা স্মরণ হলে ভাবি দিবারাত
শিশুকাল কেটেছিল তোমার স্নেহাদরে
দুধ মাখা ভাত খেয়েছিলাম তোমার স্ব-যতনে
মা তুমি আজ কোথায় রয়েছ
পাইনি তোমার সন্ধান
জানি তুমি পর জগতে রয়েছ ঘুমিয়ে
দোয়া করি অজানা দেশে থাক চিরকাল
সুখের স্বর্গে ঘুমিয়ে থাক চির অনন্তকাল
তোমার শোকে আজো আমি ভাবি তোমার কথা
দুঃখের দিনে তোমার সমবেদনায়
কান্দি দিবানিশি।
লেখকঃ এম এ গফফার, ডার্নাল, শেফিল্ড, ইংল্যান্ড প্রবাসী। লেখককের প্রথম বই “মাতৃভূমি ও প্রবাসের স্মৃতি রুপান্তর’ এখন বাজারে পাওয়া যাচ্ছে।
Leave a Reply