মহান ২১ শে ফেব্রুয়ারী,
তুমি রক্তের রক্তিম রবি
২১ শে ফেব্রুয়ারী।
তুমি স্মরনীয় ইতিহাস বাণী
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী তুমি
বাংলা ভাষার স্বীকৃত বাণী।
২১ শে ফেব্রুয়ারী তুমি,
মাতৃভাষায় কথা বলার স্বাধীনতার বাণী।
পাকিস্তানী শাসনামলে সরকার নির্দেশিত ঘোষনায়,
উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা,
অন্য কোনো ভাষা নয়।
মায়ের ভাষা মাতৃভাষার সম্মান রক্ষার প্রতিবাদে
বাংলার ছাত্র সংগ্রাম পরিষদ
স্লোগানে স্লোগানে মুখরিত বাংলার আকাশ, বাতাস, জনপদ রাজপথ।
“রাষ্ট্রভাষা বাংলা চাই”
“রাষ্ট্রভাষা বাংলা চাই”
এ প্রতিবাদী মিছিলে ঢাকার রাজপথে
স্বৈরশাসিত পুলিশের গুলিতে যারা অকাতরে দিয়েছিল প্রাণ।
তাদের অমর স্মৃতি স্মরণ করবো
মোরা শোক সমবেদনায়।
মাতৃভাষার জন্মদিয়ে , মাতৃস্বাধীন বাংলাদেশ ।
এক সাগর রক্তের বিনিময়ে ,
যারা দিয়ে গেলো প্রাণ ,
লাল সবুজের পতাকায়, সেই শহীদ সৈনিক
জব্বার, বরকত, রফিক সালাম
তাদের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে,
স্বাধীন বাংলার পতাকায়।
যাদের রক্তে স্বাধীন বাংলা
তারা মোদের অহংকার।
যুগে যুগে তাদের স্মৃতি,
স্মরণ করবো মোরা গভীর সুখ সমবেদনায়।
“আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী,
আমি কি ভুলিতে পারি?”
বিঃদ্রঃ স্মরণে- জব্বার বরকত রফিক কালাম ও নাম না জানা অনেকে।
Leave a Reply