হে মোর প্রিয় খেলার সাথী
কালের প্রবাহে তুমি চলে যাবে চির তরে
তা কখনো ভাবিনি মনে।
আজ তুমি হারিয়ে গিয়েছ অজানা ভূবনে,
আমার সাথে খেলার ও গল্প করার
স্মৃতিময় দিনগুলো আজও স্ম্ররণ করি
ভাবনায় ভাবনায় মনে।
সেই ছেলে বেলার অতীতে তুমিই ছিলে
আমার খেলার শিক্ষক ও সাথী।
তোমার সাথে ক্যারম খেলার পার্টনার হয়ে
কতো প্রতিযোগিতায় হয়েছি বিজয়ী।
তুমি আজ কাছে নেই,
নেই খালার উৎসাহ অনুপ্রেরণা।
হাসি ভরা মুখখানি তোমার সদায় পড়ে মনে।
স্মৃতি ছায়ায় অমর হয়ে রয়েছ স্বজন মনে।
তুমি ছিলে খেলার মাস্টার–
ছাত্র ছিলাম আমরা গফফার- ফয়জুর-হারুন।
অবসর সময় খেলার মাঝে
কাটতো সময়ের গতি-
তুমি ছাড়া খেলার আয়োজন হতোনা সময়ের গতি।
হে মোর প্রিয় ভাই কেমন আছো তুমি?
মনের আবেগে ভাবি শুধু তুমি বেঁচে আছ জীবনে।
মনানন্দে গল্প করেছিলাম তোমার বাসায় বসে।
প্রবাসের এ কর্ম জীবনে
হঠাত পেলাম তোমার মৃত্যুর খবর।
খবর শুনে তোমার শোকে কান্দি সারাক্ষণ।
তোমার স্মৃতি স্মরণ করে শোকে ভাবি দিবস-রাত
তুমি ছিলে মনের সাথী,
তুমি ছিলে শোক ও সমবেদনার সাথী।
তুমি আজ নেই বাস্তবতায় শুণ্য এ জগত।
ভাগ্যের টানে তোমার সাথে দেখা হয়েছিল মোর
২০২১ সালের ফেব্রুয়ারী মাসে।
শেষ দেখাটি হয়েছিলো জীবন চলার পথে
তোমার বিরহে তোমার স্মৃতি ভাববো চিরদিন।
বিঃদ্রঃ স্মরণে আমার প্রিয় ভাই মোঃ আব্দুল মতিন, ঠাকুরভোগ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।
লেখকঃ এম এ গফফার, সম্পাদক ও প্রকাশকঃ- দেশ-বিদেশের খবর ডটকম, ডার্নাল শেফিল্ড, ইংল্যান্ড প্রবাসী।
Leave a Reply