সুশিক্ষাই মানব জাতির আলোকোজ্জল পথ প্রদর্শক, আপনার মননে সুশিক্ষা ও জ্ঞানের প্রতিভা রয়েছে সীমাহীন, সমাজ ও মানব জাতির কল্যানে মানব মানবীর মননে উৎসর্গকরে দিতে পারছেন কি? আপনার সুশিক্ষিত বিবেক মননে যথেষ্ট জ্ঞানের আলো রয়েছে। একটি দেশ ও জাতি’কে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার মত সর্বজ্ঞানের অভিজ্ঞতা রয়েছে, আপনার আদর্শতা ও পরামর্শে হয়তো অন্ধকার সমাজে সুশিক্ষার প্রদীপ জ্বলবে। এ সুশিক্ষা ও প্রতিভার আলো যদি নিজের অন্তরাত্বে সীমাবদ্ধ থাকে, আর সেই শিক্ষা, প্রতিভা, অনুপ্রেরণার প্রসার সমাজে প্রতিফলন না ঘটায় তখন সে শিক্ষার আলোই মূল্যহীন হয়ে আপনার মননে সীমাবদ্ধ থেকে যায়। প্রকৃতির সুন্দর পৃথিবীতে পুষ্প তার নিজের জীবন নিজের জন্যই উৎসর্গ করার জন্য জন্মায় না।
পুষ্প তার সুগন্ধির সুভাষ এ ভূমণ্ডলের মানব জাতির সুন্দর জীবন ব্যবস্থা গঠনে উৎসর্গীত হয়। আর পুষ্পের সেই সুগন্ধির অস্থিত্ব অনুভবে অনুসরণ করে মানব জাতি উপকৃত হয়। তাই লেখার মূল সার্ম্মতায় বলবো সমাজের একজন সুশিক্ষিত প্রতিভাময়ী ব্যক্তি জনসমাজকে যদি শিক্ষার আদর্শতায় প্রতিফলন, প্রচার প্রসারণ না ছড়ায় তবে তার প্রতিভার বিকাশই মূল্যহীন। সৃষ্টির শ্রেষ্ঠ মানব মানবী একের পর এক ক্রমাগতভাবেই জীবন নদী পাড়ি দিয়ে চলে যাবেন, পথের অজানা রাস্তায় হারিয়ে যাবেন। জীবন পথের অজানা দেশে পৃথিবীর অস্থিত্ব থেকে বিলীন হয়ে যাবে। সেই মানব মানবীর আকার আকৃতি ও দৃশ্যপ্রতিচ্ছবি, দৃশ্যস্মৃতির আড়ালে চির অমর, চির অবিস্মরণীয় হয়ে থাকবে তার শিক্ষার আলো। অনাগত বপ্রজন্মের কাছে যুগে যুগে অমর হয়ে থাকবে তার জ্ঞান,প্রতিভা, চেতনা, অনুপ্রেরণার আদর্শ বাণী।
২১ সেপ্টেম্বর, ২০২১ খ্রিঃ
লেখক- এম.এ.গফফার- কবি ও কলামিস্ট, সম্পাদক ও প্রকাশকঃ দেশ বিদেশের খবর ডটকম, ডার্নাল,শেফিল্ড, ইংল্যান্ড প্রবাসী।
Leave a Reply